এই সিনেমায় আমার অভিনীত চরিত্রের নাম ‘দোলা’। মূলত এই নামের কোন একটি চরিত্রে অভিনয়ের জন্য বহুদিন ধরে আমার একটা আগ্রহ ছিলো, বলতে পারেন স্বপ্নও ছিলো। চরিত্রটি আমার খুব পছন্দও হয়েছে। সবকিছু মিলিয়েই, ব্যাটে-বলে মিলে গেলো তাই চুক্তি করে ফেললাম।
ছবিটিতে নায়ক হিসেবে সায়মনের কথা শোনা যাচ্ছে। তার সম্পর্কে মাহির কাছে জানতে চাইলে তিনি বলেন,
আমার অনুভূতির কথা যদি বলতে হয় তা হলে এক কথায় বলবো খুবই ভালো। কারন ওর (সায়মন) সঙ্গে আমার জুটিবেঁধে অভিনীত প্রথম সিনেমা জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ সিনেমাটি সুপারহিট হয়েছিলো। আবারো ওর (সাইমন) সঙ্গে কাজ হচ্ছে। আবারো আমাদের জুটির (সায়মন-মাহি) সিনেমা সুপারহিট হবে কিনা সেই বিষয় নিয়ে আমি মোটেও ভাবছি না। আমার কাছে সিনেমায় আমার অভিনীত চরিত্রটাই মূখ্য। আমার জীবনের স্বপ্নের চরিত্রের সঙ্গে এই সিনেমার চরিত্র মিলে গিয়েছে। তাই আরো বেশি ভালো লাগছে।
মাহিকে ”অগ্নি” সিরিজের ৩য় ছবিতে ডাকা হবে কিনা সে সম্পর্কে জানতে চাইলে মাহি বলেন,
এই বিষয়টির ব্যাপারে আসলে এই সিনেমার (‘অগ্নি’) প্রযোজনা প্রতিষ্ঠান (জাজ মাল্টিমিডিয়া)জানে। আমি এই ব্যাপারে কিছুই তেমন বলতে পারবো না। ‘অগ্নি-৩’য়ে অভিনয়ের জন্য আমাকে এখনও কোন প্রস্তাব করা হয়নি। যদি কখনও আমাকে এই সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব করা হয়, তাহলে আমি অবশ্যই অভিনয় করবো।
No comments:
Post a Comment