Comments

Tuesday, November 1, 2016

অনলাইনে সার্চ করে মিলিয়ে নিন আপনার প্রাইজবন্ডের নাম্বার


ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৫তম ‘ড্র’ গতকাল সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’তে ছয় লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।



১০০ টাকা মূল্যমানের ৪৩টি সিরিজ -কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ এবং খন এই ড্র আওতাভুক্ত। উপরের সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬ সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয় এবং নিচে উল্লেখ সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রত্যেক সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়


উদাহারণস্বরূপ- বন্ডের যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে উপরে উল্লেখ করা প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। অনুরূপভাবে ২য়, ৩য়, ৪র্থ ৫ম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তাদের মান অনুযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য

আয়কর অধ্যাদেশ-১৯৮৪ ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১লা জুলাই, ১৯৯৯ থেকে প্রাইজবন্ড পুরস্কারের অর্থের ওপর ২০% হারে উৎসে কর কাটার বিধান রয়েছে

১০০/-টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের বিভিন্ন পুরস্কারের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল:

৪৩ টি লাখ টাকা মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ১টি
৪৩ টি লাখ ২৫ হাজার টাকা মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ১টি
৮৬ টি লাখ টাকা মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ২টি
৮৬ টি ৫০ হাজার টাকা মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ২টি
১৭২০ টি ১০ হাজার টাকা মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ৪০টি
সর্বমোট হাজার ৯শ ৭৮টি পুরস্কার প্রতি সিরিজের জন্য ৪৬টি

কীভাবে মিলিয়ে নেবেন:
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd ঢুকলে মেন্যুতে লেখা Investment facilities ক্লিক করলে Prizebond অপশন আসবে। নিচের ছবির মত:



Prizebond এর উপর ক্লিক করলে Search Prizewinning bond numbers আসবে। Enter Number লেখা বক্সের ভেতর প্রাইজবন্ড নাম্বার লিখে Go তে ক্লিক করলেই যদি নাম্বার মিলে যায় তাহলে Congratulation! 1 match found আসবে। নিচের ছবির মত:



এভাবে খুব সহজেই প্রযুক্তির সাহায্যে আপনি পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল। তারপর বাংলাদেশ ব্যাংকের  ফরমে আবেদন করলেই পেয়ে যাবেন আপনার পুরস্কার
আর যারা উপরের নিয়ম অনুযায়ী সার্চ করতে পারবেন না তাদের জন্য নিচে রেজাল্টটি দিয়ে দিলাম।

সবাইকে ধন্যবাদ। আর আমার পোষ্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

No comments:

Post a Comment