Comments

Sunday, October 30, 2016

Clixsense দিয়ে কীভাবে হাজার হাজার টাকা আয় করা যায়. . . . .


বন্ধুরা আজ আমি আপনাদের দেখাব কিভাবে Clixsense এ একাউন্ট করা যায় এবং ঘরে বসে হাজার হাজার টাকা আয় করা যায়। তবে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। তো চলুন দেখি কীভাবে ক্লিকসেনস একাউন্ট খুলবেন।

প্রথমে এই http://www.clixsense.com/?9762790 লিংকে প্রবেশ করুন। তার পর এই ছবির মতো বক্স আসবে।


এখানে আপনি সবগুলো ঘর পূরন করবেন। তার পর আপনার মেইল এ একটি ভেরিফিকেশন লিংক যাবে। সেখান থেকে ভেরিফিকেশন লিংক এ ক্লিক করে ক্লিকসেনস এ লগ-ইন করবেন। তার পর আপনার পারসোনাল ইনফরমেশন অপশনটি সম্পূর্ন পূরন করে ডান পাশে পেমেন্ট মেথঠ অপশনটিতে Paypal, Payza, Paytoo, Neteller ইত্যাদি যেকোন একটি একাউন্ট সেলেক্ট করে দিবেন।
তারপর ভিউ এ্যাড এ ক্লিক করবেন। ৫ সেকেন্ডের এ্যাডগুলোর জন্য আপনি পাবেন ০.০০১০ ডলার। আপনার একাউন্টে ৬ ডলার হলেই আপনি ক্যাশ আউট করতে পারবেন। ভিউ এ্যাডস এ ক্লিক করার পর এই পেইজটি আসবে।
এখানে চারটি কুকুর আর একটি বিড়ালের ছবি শো করবে। আপনি প্রতিবার বিড়ালের ছবিতে ক্লিক করবেন। তারপর ৫ সেকেন্ড অপেক্ষা করবেন। আপনার একাউন্টে ০.০০১০ ডলার যোগ হয়ে যাবে।
সবচেয়ে গুরুত্বপূর্ন যে বিষয়টি তা হচ্ছে আপনি আপনার রেফারেল বাড়াবেন। রেফারেল যত বাড়বে আপনার আয় ততো বাড়বে। এই লিংকের মাধ্যমে আপনার একাউন্ট খুলুন: http://www.clixsense.com/?9762790  লিংকটিতে প্রবেশ করে।
বন্ধুরা মনে রাখতে হবে ধৈর্য্য সহকারে কাজ করে যেতে হবে। আর আপনার রেফারেল লিংক দিয়ে আপনার বন্ধুদের একাউন্ট খুলতে বলবেন। আপনার যদি ১০-২০ রেফারেল হয় তাহলে আপনি অল্প সময়েই অনেক ডলার আয় করতে পারবেন। আর Task, offer, clixgurd এর কাজ করবেন বেশি বেশি। কোন সমস্যা হলে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর হ্যা আমার রেফারেল লিংকের মাধ্যমে অবশ্যই একাউন্ট খুলবেন। তাহলে আমি আপনাদের যেকোন বিষয়ে সাহায্য করতে পারবো।
আমার পোষ্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।

No comments:

Post a Comment